আমি সুরিয়া (সুর্য)।
কিন্তু আমার জীবন থেকে সূর্যোদয় হারিয়ে গিয়েছে, আজ থেকে ১ বছর আগে।
এই খারাপ অবস্হায়ও একবছর ধরে বেচেঁ আছি। তার যদি কোন কারন থেকে থাকে...
...তা হলো ভাইশালী।
মি. সুরিয়া...
মি. সুরিয়া...
উররে। তুমি এখানে কেমনে আসলা...?
তোমাকে আমার সাথে দেখলে, আমাকে মেরে ফেলবে সে।
কে মারবে...?
আমি কেমনে কমু কে? মনে হয় তো তোমার বয়ফ্রেন্ড।
এরকম অসময়ে, এরকম একটা জিনিস নিয়ে কেমনে হাজির হইলি?
সব ক্ষুধা মেটাবার ধান্দা, বন্ধু ..
আগেভাগে যেয়ে কথা বল,বন্ধু। নইলে অন্য গাধা ঠিকই ট্রাই মারবে আবার।
আমার থেকে বড় গাধা, এ কোলকাতায় আর নেই।
আমাকে ফলো করতেছিলে, এপর্যন্ত ঠিক ছিল।
কিন্তু এটা বেশি বলে ফেল্লেনা, আমাকে ছাড়া পাগল হয়ে যাবা?
আমি দুরে থকলে তুমি কিভাবে বাঁচবা, তা আমি কেমনে জানব।
এহ...
তোমাকে বোঝাবার জন্য আর কিভাবে বলব.
কিন্তু আমি তোমার কথা বুঝতে পারতেছি না।
একটা মানুষের জন্য এত প্রেসার দেয়া হয়ত ঠিক নয়।
আমার জীবনে সুরিয়া নামে কেউ নাই।
তুমি এমন করতেছ কেন...
আমি তোমাকে বিন্দুমাত্রও পছন্দ করিনা... আমাকে জ্বালাচ্ছো কেন।
আমাকে আর কখনো কল করবানা।
হ্যালো... ম্যাডাম। আমার সামনে এসে পড়বেন না, এটা ভেবে বেশি টেনশন নিয়েন না।
ঠিকই পড়বেন। সে দ্বায়িত্ব আমার।